Rup Lagi Akhi Jhure Podaboli রূপ লাগি আঁখি ঝুরে (পদাবলী)

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Rup Lagi Akhi Jhure Bangla Podaboli By Gyanodas - রূপ লাগি আঁখি ঝুরে - বাংলা পদাবলী - জ্ঞানদাস

 

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভাের।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মাের।।
হিয়ার পরশ লাগি হিয়া মাের কান্দে।
পরাণ পীরিতি লাগি থির নাহি বান্ধে।।
সই কি আর বলিব।
যে পণ করাছি মনে সেই সে করিব।।
রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে।
বল কি বলিতে পারি যত মনে উঠে।।
দেখিতে যে সুখ উঠে কি বলিব তা।
দরশ পরশ লাগি আউলাইছে গা।।
হাসিতে খসিয়া পড়ে কত মধুর।
লহু লহু হাসে বন্ধু পীরিতের সার।।
গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে।
পুলকে পূরায়ে তনু শ্যাম পরসঙ্গে।।
পুলক ঢাকিতে করি কত পরকার।
নয়নের ধারা মাের বহে অনিবার।।
ঘরের যতেক সভে করে কানাকানি।
জ্ঞান কহে লাজ ঘরে ভেজাইলাম আগুনি ।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।