Ei To Petechi Hath Kobita এই তাে পেতেছি হাত – মৃণাল বসুচৌধুরী
এই তাে পেতেছি হাত
দাও কতটুকু দিতে পারাে দেখি
ঝাঁপির ওপরে কেন কাঁপছে আঙুল
কেন ঠোঁটে শব্দহীন ভাষা
পবিত্র নখের ম্লান
নিয়ন্ত্রণে
কেন স্তব্ধ শরীর মূৰ্ছনা
তবে কি বিষগ্ন শীত
রােমকূপ থেকে শুষে নেয় সমস্ত উষ্ণতা
নাকি বসন্তের প্রবল উত্তাপ
সুখ ও শান্তির উৎসে
ডাকে সন্তর্পণে
কেন চোখে
প্রবাসী হাওয়ার স্মৃতি
শৌখিন বিভ্রমে কেন
অনুদার দুর্বিনীত হাত
আমি তাে নেবারই জন্য
নতজানু
দাও
কতটুকু দিতে পারাে দেখি
Subscribe
0 Comments
Oldest