একটি শিশির বিন্দু – রবীন্দ্রনাথ ঠাকুর (Poem akti sisir bindu)
বহু দিন ধরে’ বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
Subscribe
0 Comments
Oldest