Nirake dekha poem নীরাকে দেখা (কবিতা) – সুনীল গঙ্গোপাধ্যায়
আমার দূরত্ব সহ্য হয় না, নীরা, ঝড়ের রাত্রির মতাে
কাছে এসাে
যেমন নদীর গর্ভে গুমরে ওঠে নিদাঘের তােপ
প্রতিটি শিমুল বৃক্ষ সর্বাঙ্গে আগুন মেখে যেমন অস্থির
আমি প্রতীক্ষায় আছি
বৃষ্টির চাদর গায়ে, হালকা পায়ে, দিকবধূর মতাে তুমি
এই দরদালানে একটু বসাে
মুখের একদিকে আলাে, অন্যদিকে বিচ্ছুরিত, উদ্ভাসিত কালাে
ভুরুতে কিসের রেণু, নরম আঙুলে কোন্ অধরার লীলা
ওরে তােকে ভালাে করে দেখি, কিছুই তাে হলাে না দেখা
সামান্য জীবনে
নির্লজ্জ শরীরবাদী এই লােকটা এখনাে তােমায় ছোঁয়নি স্থাণুর শিকড়ে
দ্যাখাে তার হাতে
হাঁসের পালকে লেখা বসন্ত প্রবাস!
Subscribe
0 Comments
Oldest