Ghore Ferar Gaan Poem Srijato ঘরে ফেরার গান – শ্রীজাত
ভাঙছে ঠুনকো আড্ডা
সাতটা লাল চা, বিস্কুট
দাম মেটাচ্ছে খুচরাে।
অল্প-অল্প বৃষ্টি
একলা হাঁটছি, আস্তে
সঙ্গী বলতে রাস্তা
স্বপ্ন বলতে চাকরি
অস্ত্র বলতে ধান্দা
সত্যিমিথ্যে বন্ধু
পেট গােলাচ্ছে, যাক গে
ফিরতে ফিরতে রাত্তির
ভাত সামান্য ঠান্ডা
খাচ্ছি, গিলছি, ভাবছি
ছােট্ট একটা জানলার
পাল্লা ভিজছে হয়তাে,
নীলচে শান্ত পর্দা
একটু-একটু দুলছে,
চুল গড়াচ্ছে বিছনায়,
পাতলা, স্বচ্ছ নাইটি…
‘ছিন্নপত্র’ পড়ছ
Subscribe
0 Comments
Oldest