ভালােবাসা পােড়ায়, পােড়ে – ব্রত চক্রবর্তী Valobasa poray pore

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ভালােবাসা মন পুড়িয়েছিল।
এখন বাগে পেয়ে চিতার আগুন
শরীর পােড়াচ্ছে।

শরীর পােড়াবার আগুন দাউদাউ জ্বলছে।
কিন্তু যে-আগুন মন পুড়িয়েছিল
সে এখন শ্মশানের এক কোণে
লুটনাে শাড়ীর আঁচলে মুখ ঢেকে
ফুলে ফুলে কাঁদছে।

লােকটা, দু-টাকা আগুনের অভিজ্ঞতা যার,
সে যদি একবার মুখ তুলে
ওই রােরুদ্যমানা নারীকে দেখে,
যাবার আগে অন্তত জেনে যেতে পারবে :
ভালােবাসা শুধু পােড়ায় না, পােড়ে নিজেও, নিজেরই আগুনে!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।