Chut kobita Srijato Bandopadhyay ছুট – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
শরীর থেকে শরীর ছােটে গন্ধ
আগুন থেকে আগুন অপরাধ
আকাশ থেকে আকাশ ছােটে বিদ্যুৎ
পাহাড় থকে পাহাড় ছােটে খাদ
গুজব থেকে গুজব ছােটে মিথ্যে
প্রহর থেকে প্রহর ছােটে দিন
এ ঘরে থেকে ও ঘর ছােটে খেলনা
কাগজ থেকে কাগজ আলপিন
এ হাত থেকে ও হাত ছােটে ওড়না
খবর থেকে খবর অভিঘাত
আডডা থেকে আডডা ছােটে সন্ধে
ক্লান্তি থেক ক্লান্তি ছােটে রাত
এতই যদি ক্লান্ত তবে লাভ কী?
ছুট থামিয়ে বােসাে কিছুক্ষণ।
সেই সুযােগে নতুন করে ছুট দিক
আমার থেকে তােমার দিকে, মন।
Subscribe
0 Comments
Oldest