Kenay purechi ami kobita কেনায় পুড়েছি আমি – সুবােধ সরকার
আমি ফিরে আসি শেষ রাতে
ঠিক জানি না ফিরেছি কিনা
রাগে দপদপ করে শিরা
পায়ে কোন জোর পাচ্ছিনা।
হাত ময়লা করেছি আমি
হাত নােংরা করেছি আমি
আর নামবাে না নীচে ভাবি
তবু মদের গেলাসে নামি।
এক গেলাসে দুজন নামি
বড় এক গেলাসে দুজন নামি
ওই গেলাস মানে সমাজ
যার ফেনায় পুড়েছি আমি।
কেন মরতে গিয়েছিলাম ?
কেন ডুবতে গিয়েছিলাম ?
ফিরে এসেছি তােমার কাছে
এতো কীট আছে পৃথিবীতে
এতো কেঁচো আছে পায়ে পায়ে
যদি সাবধান করে দিতে
যদি একটু ধরিয়ে দিতে
এতাে কাদা লাগতাে না গায়ে।
বিষ পেরেকের মতাে ঘৃণা
এসো বােলবাে না পারছি না
এই পরবাস, অপমান
এর ভেতর করি গান।
বাহ