প্রকৃত দুর্গা (কবিতা) – অজিত বাইরী Prokito durga poem Ajit Bairi
সহ্য করো নারী, সহ্য করো, পুরুষতান্ত্রিক
সমাজে নারীদের সহ্য করাই নিয়ম।
ধর্ষণ করে, খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হবে,
প্রশাসন জেনেও জানবে না; কেননা
ধর্ষিতা, নিহত নারীর মরদেহ ফেরত পাবার
কিংবা মৃতাকে শেষবার দেখার
অনুমতি মিলবে না জননীর, পিতার, স্বামীর।
সহ্য করো নারী, সহ্য করো, কতোই তো
সহ্য করেছো সেই সতীদাহের কাল থেকে,
যখন বল প্রয়োগ করে তোমাকে টেনে
নিয়ে যাওয়া হোত জ্বলন্ত চিতার দিকে।
তারপর হাত পা বেঁধে ছুঁড়ে দেওয়া হোত
ক্ষুধার্ত চিতার উপর, আর তোমার আর্তচিৎকার
ঢেকে দেওয়া হোত ঢাক ঢোলের বাদ্যিতে।
তুমি সহ্য করেছো অনেক, অগ্নি-পরীক্ষা
থেকে বস্ত্রহরণের অপমান; তোমাকে বাধ্য
করা হয়েছে গ্রহণ করতে পতিতাবৃত্তি।
রাজদরবারে কখনও নৃত্যপটিয়সী, কখনও
বজরায় প্রমোদ-ভ্রমণে দেহসঙ্গিনী; ঝাড়লন্ঠনের
আলো আর নূপুর-নিক্কনে উচ্চকিত হয়েছে হারেম;
আর তোমার চোখের জলে ভরে গেছে
উন্মাদদের নিশি-যাপনের রঙিন পেয়ালা।
এসবও সহ্য করেছো তুমি; বলো, সহ্যের
আরও কী বাকি? নিজের দেহকে এবার
করে তোলো কষ্টিপাথর, ওষ্ঠে রাখো বিষ;
যেন চুম্বন করামাত্র নীল হয়ে যায়
প্রেমহীন কামার্ত পুরুষের পাশব-দেহ।
নিষ্কলুষ ভালোবাসা তুমিও চেয়েছিলে;
পুরাণের সতী, বেহুলা, শৈব্যার আত্মত্যাগ
প্রস্ফুটিত পদ্মের মতো পাপড়ি মেলে আছে।
যদি প্রেমের কাছে কেউ পরাজিত না-হয়;
তবে অস্ত্র তুলে নাও হাতে; অসুরের
বক্ষ বিদীর্ণ হোক তোমার ত্রিশূলে,
তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা।