বর্ণমালার ছবি (কবিতা) – অপূর্ব দত্ত Poem Bornomalar chobi
সেই ছেলেটা, প্যান্টে তালি, হাঁটু অব্দি কাদা
বই খাতা নেই, ইস্কুলও নেই চালচুলো বনবাদাড়।
সেই ছেলেটার বন্ধু পাখি গাছগাছালি আকাশ
দুঃখবিহীন দু’চোখ যেন কাজল দিয়ে আঁকা।
সেই ছেলে রোজ দাঁড়িয়ে দ্যাখে হাপুসহুপুস রোদে
ওর বয়সী বাচ্চারা সব ইস্কুলে যায়, ওদের
ফুটফুটে সাজ, পিঠের ব্যাগে বইখাতা আর খাবার
দেখতে দেখতে সকাল বিকেল সারা দুপুর কাবার।
কাঠকুড়ানি রুগ্ন মায়ের শীর্ণ দু-হাত ধরে
সেই ছেলেটা ঘুমোয়, স্বপ্ন দ্যাখে ঘুমের ঘোরে—
আস্তে আস্তে কালো শ্লেটে ফুটে উঠল রেখা
আজ আম কর খল আ-কার ই-কার এ-কার।
দেখতে দেখতে বর্ণমালা রূপ নিল এক ছবির
ছবির থেকে মাধুর্য এবং মানুষ থেকে কবি।
সেই ছেলেটার মনে তখন সাগর দেখার খুশি ছলাৎ ছল্
জল পড়ে— পাতা নড়ে— জল পড়ে— জল—