নইলে কিন্তু আড়ি (কবিতা) – অপূর্ব দত্ত Noile kintu ari poem lyrics
সকাল বেলা ঘুম ভেঙেছে
মা বললো শুনো,
বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো।
নয়টা নাগাদ খেলতে যাব,
বাবা ডাকলো বুবাই
আবুধাবির রাজধানী কি
মাস্কাট না দুবাই?
স্কুলে গেছি
ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ,
কেলিডোস্কুপ লেখতে গেলে কে লাগে না কিউ?
খেলতে গেছি
ছোটন আবার প্রথম বলেই আউট
আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট।
সন্ধ্যাবেলা সে কি লড়াই
গদ্য এবং পদ্যে
এমন কপাল,
লোডশেডিং হয় না মাঝেমধ্যে।
এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি
ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আড়ি।
Subscribe
0 Comments
Oldest