আকাশের জন্য (কবিতা) – অপূর্ব দত্ত
একের পরে দুই
ইচ্ছে করে আকাশ তোমায়
একটুখানি ছুঁই।
তিনের পরে চার
সত্যি করে বলো দেখি
আকাশ তুমি কার।
পাঁচের পর ছয়
মা বলেছে আকাশ নাকি
সবার বন্ধু হয়।
সাতের পরে আট
এ নাও আকাশ তোমায় দিলাম
ভুবন ডাঙার মাঠ।
নয়ের পরে দশ
সত্যি বলছি আকাশ তোমার
হবে না অপযশ।
এগারো আর বারো
আর কতদিন আকাশ আমায়
ভুলে থাকতে পারো ?
তেরোর পরে চোদ্দ
মেঘের ভেলায় আকাশ তোমায়
পাঠালাম এই পদ্য।
Subscribe
0 Comments
Oldest