আমার কি দোষ (কবিতা) – অপূর্ব দত্ত Amar ki dosh poem lyrics

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আমার কি দোষ (কবিতা) - অপূর্ব দত্ত Amar ki dosh poem lyrics Apurba Dutta

 

‘ক’ লিখতে কলম ভাঙিস, ‘খ’ লিখতে খড়ম

চার বচ্ছর এক কেলাসে শুনলে মেজাজ গরম।

 

সারা দুপুর করিসটা কী ? ঘুম নেই তোর চোখে ?

এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে ?

 

এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছ’মাস

এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস।

 

ছ’মাস শুনেই আনন্দেতে দু হাত তুলে নাচছ

এর পরে তো ঘুম ছোটাবে কারক-বচন-বাচ্য।

 

বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাঁড়া

ণত্ব-ষত্ব, লিঙ্গ-পুরুষ, বিভক্তি-বাগ্ধারা।

 

পুজোর ছুটির দু মাস যেন নষ্ট না হয় হেলায়

ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়।

 

ব্যাপারটা কী ? ঠায় দাঁড়িয়ে দেখছিস কী শুনি

ছুট্টে গিয়ে ব্যাকরণটা নি’ আয় তো এক্ষুনি।

 

পাচ্ছিস না ? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি

বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি ?

 

মিথ্যে মিথ্যে বকছ আমায়, ভাবছ আমি বোকা

আমার কী দোষ, বই তো কবেই কেটেছে উইপোকা।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।