Prothom Rater Kotha Kobita প্রথম রাতের কথা – সুবােধ সরকার
কখনাে শীৎকার
শােন নি এর আগে
ঘরের থেকে ঘর
দু’ফুট সরে যায় ।
কখনাে মশারীর
ভেতরে বাতাসের
সঙ্গে সহবাস
কর নি এর আগে ।
করলে, প্রথমেই
আমাকে ডাকতে না।
প্রথমে রাত্রিকে
প্রণাম জানাতেই
কৃতজ্ঞতাভরে
দেখতে কফিগাছ
পিঠের থেকে চুল
প্রথমে সরাতে না ।
কি করে প্রশংসা
করব রাত্রির?
জঠর ধু, ধু করে
অবশ দুটি হাত।
তুমি কি জেগে আছাে?
মশারী খুলে ফেল
অন্ধকার তবে
এখানে শেষ হােক।
Subscribe
0 Comments
Oldest