পৃথিবীটা একটাই দেশ হোক (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

পৃথিবীটা একটাই দেশ হোক (কবিতা) - ভবানীপ্রসাদ মজুমদার Prithibita aktai desh hok poem lyrics Bhabaniprashad Majumder

 

নিঃস্ব বিশ্বভূমি, আর তুমি হোয়ো নাকো ক্ষুণ্ণ

এ-মাটি সবার ‘মা’-টি, স্বর্গের চেয়ে খাঁটি পুণ্য।

মুছে দাও মন থেকে সব ভয়, সংশয়-লজ্জা

গড়ে তোলো সকলেরই বুকে সুখে শান্তির শয্যা।

দূর করো অতীতের তিক্ততা-রিক্ততা-দুঃখ

আঁকো মধু-মন্তরে অনুভূতি অন্তরে সূক্ষ্ম।

ঘুচে যাক হা-হুতাশ, লোভ-ক্ষোভ, পাপ-তাপ-চিহ্ন

নেই লাভ বেঁচে থাক প্রেম-প্রীতি সুর-গীতি ভিন্ন

উল্লাসে ফুল হাসে, ভুল নাশে, কূল ভাসে চিত্তে

ভাঙো হিংসার হুল, শোষণের শূল-মূল মিথ্যে।

জীবনের সব জেদ, জাতপাত-ভেদাভেদ, দ্বেষ-রেষ শেষ হোক

আলো-আশা ভালোবাসা দিয়ে ঠাসা পৃথিবীটা একটাই দেশ হোক।

 

নিঃস্ব বিশ্বভূমি, আর তুমি হোয়ো নাকো ক্ষুণ্ণ

হিসেবের খাতা খুলে দেখি ফাঁকা, আঁকা শুধু শূন্য।

দূর হোক দুর্যোগ, দুর্দশা-দুর্ভোগ-অঘটন

অপরাধ-অপবাদ, অনাচার – অনাহার-অনটন

সকলেরই মনে যেন মিলনের সুর ফোটে, দেখো তা

এক জাতি, এক প্রাণ, এক দেহ, এক মন একতা।

সব্বাই ভাই-ভাই, এক দেশ, এক ঠাঁই বিশ্ব

থাকবে না ভেদাভেদ, খেদ-জেদ, দীন-হীন-নিঃস্ব

ভুলে মিছে জাতপাত, বাড়িয়েই দু’টি হাত দেতো-রে

শুনি সুর সুমধুর, হৃদয়ের বাইরে ও ভেতরে।

জীবনের সব জেদ, জাতপাত-ভেদাভেদ, দ্বেষ-রেশ শেষ হোক

আলো-আশা ভালোবাসা দিয়ে ঠাসা পৃথিবীটা একটাই দেশ হোক।

 

নিঃস্ব বিশ্বভূমি, আর তুমি হোয়ো নাকো ক্ষুণ্ণ

ভেঙে বাঁধ হতাশার, করো সাধ সকলেরই পূর্ণ।

ঘুচে যাক রোগ-শোক, মুছে যাক দ্বেষ-দ্বিধা-দ্বন্দ্ব

দোস্তিতে-স্বস্তিতে-বস্তিতে মস্তির ছন্দ।

স্নেহ-মায়া-মমতার, সংহতি-সমতার বন্ধন

নন্দিত— বন্দিত— ছন্দিত জীবনেরই চন্দন।

এনো প্রাণে তৃপ্তির-দৃপ্তির-দীপ্তির প্রেরণা

শ্রান্তিতে-ভ্রান্তিতে শান্তির পথ কেউই ছেড়ো না।

লাঞ্ছিত-মন দাও বাঞ্ছিত-স্বপ্নেতে ভরিয়ে

হাসনুহানার হাসি যাক সুখে বুকে-মুখে ছড়িয়ে।

জীবনের সব জেদ, জাতপাত-ভেদাভেদ, দ্বেষ-রেশ শেষ হোক

আলো-আশা ভালোবাসা দিয়ে ঠাসা পৃথিববীটা একটাই দেশ হোক।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।