শিব-দুর্গার দারুণ বিপদ (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে
মর্তে চলেন তাইতাে সদলবলে।
যে হারে রােজ গলছে বরফ, যাচ্ছে খবর পাওয়া
এভাবে আর দু’তিন মাসেই পুরাে কৈলাস হাওয়া।
চিন্তাতে তাই শিব-দুর্গার ঘুম নেই দু’ চোখে
অবশেষে কোথায় যাবেন ভূলােকে দ্যুলােকে ?
তাইতাে এবার দুর্গাদেবী পুরাে দলবল নিয়ে
ভাবেন, সােজা হাজির হবেন কলকাতাতে গিয়ে
গন শা-কেতাে, লক্ষ্মী-সুরাে থাকবে ওরা সাথে
দেবাদিদেব মহাদেবও রবেন ত্রিশূল হাতে ।।
শিব থাকলেই নন্দী-ভৃঙ্গী থাকবে সবার জানা
একটা শর্তে, গিয়েই মর্ত্যে অসভ্যতা মানা।
হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি
উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনই ক্ষতি।
শুনেই স্বস্তি দেবদেবীদের কাটলাে সবার ভয়
চেঁচিয়ে উঠেই বলল সবাই ‘জয় ব্রহ্মার জয়’!