অসুর-পূজো, কসুর খুঁজো (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ashur pujo kosur khujo poem Bhabaniprasad Majumdar অসুর-পূজো, কসুর খুঁজো (কবিতা) - ভবানীপ্রসাদ মজুমদার

 

মহাদেব খুব গেলেন রেগেই টি.ভি.র খবর শুনিয়া,

মর্ত্যে গিয়েই দুর্গাদেবীর হয়েছে চিকুনগুনিয়া!

টি. ভি-হেভেন, চ্যানেল-সেভেন প্রাইম-টাইম-নিউজ,

শুনেই শিবের চক্ষু-চড়ক মেজাজ হলো ফিউজ!

 

সরস্বতীর হয়েছে ডেঙ্গু, লক্ষ্ণীর ম্যালেরিয়া,

গনেশ দাদা খান হিমশিম একাই ওদের নিয়া!

‘ডিস্কো-থেক্’এ নেচে নেচেই কোমরে ব্যথা কেতো-র

তাইতো এবার কেউ ঢোকেনি ওরা প্যান্ডেলের ভেতর

 

অসুর একাই নিয়েছে সব প্যান্ডেল ক’রেই দখল,

নানান-পোজে দাঁড়িয়ে-শুয়ে সইছে দারুণ ধকল!

হাসি-হাসি মুখ, সুবিশাল বুক, দেহের ‘মাসল্’ ফুলিয়ে,

কোমরে দু’হাত, করছে সে মাত, শরীর দুলিয়ে দুলিয়ে

 

ভক্তরা সব তোলে কলরব, চেঁচায়— ‘গুরু গুরু,

এবার থেকে তোমার পূজোই করবো আমরা শুরু!

গণ্ শা-কেতো, লক্ষ্মী-সুরো, দুগ্গা-দশভুজো

চাই না ওদের, মর্ত্যে এখন চলবে অসুরপূজো!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।