দুর্গা মাঈকী জয় (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

দুর্গা মাঈকী জয় (কবিতা) - ভবানীপ্রসাদ মজুমদার Durga maiki joy poem lyrics Bhabaniprasad majumdar

 

কেউ বলে, মা দুর্গা আসেন নৌকো – গজে – দোলাতে

মঙ্গলময়ী আসেন সবার দুঃখ – কষ্ট ভোলাতে।

কেউ বলে, মা দুর্গা আসেন পালকি-রথে-ঘোড়াতে

করুণাময়ী আসেন খুশীর ফানুস বুকে ওড়াতে।

 

কেউ বলে, মা দুর্গা আসেন টেম্পো-লরি-ঠেলাতে

তখন সবাই হিমসিম খায় পাঁজির হিসাব মেলাতে।

কেউ বলে, মা দুর্গা আসেন চ’ড়েই ম্যাটাডোরেতে

ছেলে-মেয়ে-শিব-অসুর সমেত মহাষষ্ঠীর ভোরেতে।

 

প্রশ্ন জাগে, মা দুর্গা কী তাঁর ওই দশটি হাতেতে

গরিব-দুখীর জন্য কিছু আনেন খাবার সাথেতে ?

অর্ধাহারে অনাহারে মরছে মানুষ অসংখ্য

সত্যিকারের দত্যি-দানোর ভয়ে সদাই সশঙ্ক।

 

মানুষ যদি কেঁদেই মরে নিত্য খিদের জ্বালাতে

এসে কী লাভ মর্ত্যে মাগো সেজেই আলোর মালাতে ?

দশ-হাতে দশ অস্ত্র নিয়ে থকবি কী তুই সঙ সেজে ?

শুনেছি, মা ত্ৰিলোক নাকি উঠত কেঁপেই তোর তেজে

 

নাকি তোমার অস্ত্রগুলো সব অকেজো, খুব ভোঁতা

তোমায় ছাড়া গরিব-দুঃখী মানুষগুলো যায় কোথা ?

দশটি হাতের অস্ত্র তোমার কেন, কিসের তরেতে ?

অসুর-নিধন কবে হবে মা ,ফিরবে খুশি ঘরেতে ?

 

লক্ষ-লক্ষ দক্ষ-অসুর পুষ্ট বারুদ-বোমাতে

বাড়ছে রোদন, নাচন-কোঁদন, ধুঁকছে জগত্ কোমা – তে।

অসুর -বংশ হলেই ধ্বংস, কাটবে সবার মনের ভয়

তবেই সুখে চেঁচিয়ে সবাই বলবে “ দুর্গা মাঈকী জয়”।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।