আ-মরি বাংলাভাষা (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
যে ভাষায় মায়ের কোলে শুয়ে
ফোটে মুখে প্রথম আধো বুলি,
যে ভাষায় বাতাস নিচে নুয়ে
মাটিতে বোলায় প্রীতির তুলি !
যে ভাষায় আকাশে চাঁদ ওঠে
যে ভাষায় পাখিরা গান গায়,
যে ভাষায় বনেতে ফুল ফোটে
মনেতে সমুদ্র দোল খায় !
যে ভাষা ভরায় ভালোবাসা
যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা,
“মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলাভাষা”…
যে ভাষায় বাউল জারি-সারি
যে ভাষায় লালন ভাটিয়ালি,
যে ভাষায় ঝুমুর-টুসু-ভাদু
বুকেতে বাজায় সুখের তালি!
যে ভাষায় তরজা- কবিগান
যে ভাষায় যাত্রা-পদাবলি,
যে ভাষায় পাঁচালি কীর্তন
ভাওয়াইয়া শোনায় কথাকলি!
যে ভাষা ভায়ের রক্তে ভাসা
যে ভাষা মায়ের অশ্রু ঠাসা,
“মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলাভাষা”…
যে ভাষায় ফুল্লরা-খুল্লনা
যে ভাষায় বেহুলা-লখিন্দর
যে ভাষায় সোনাই-কাজলরেখা
হৃদয়ে তোলে দুখের ঝড় !
যে ভাষায় মা মেনকা-উমা
যে ভাষায় লাউসেন-কালকেতু,
যে ভাষায় কঙ্ক-লীলা-কালু
বেঁধে দেয় সংস্কৃতির সেতু !
যে ভাষা দোলায় বুকের বাসা
যে ভাষা ভোলায় কাঁদা-হাসা,
“মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলাভাষা”…