ভারতবর্ষ, হোক আদর্শ (kobita) – ভবানীপ্রসাদ মজুমদার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

বামুন-কায়েত, কুমোর-কামার, চাঁড়াল-চামার !

সবার মনে, গোপন কোণে, জাগাও হর্ষ

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

 

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

খেয়াল-ভজন, ঠুংরি-গজল, ধ্রুপদ-ধামার !

সবার প্রাণে, মিলন গানে, লাগাও স্পর্শ

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

 

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

মায়ের ভায়ের, বাবার কাকার, দাদার মামার !

সবার বুকে, দুঃখে-সুখে, হোক আদর্শ

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

 

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

খেত ও খামার, খনি-ধনী লোহা-পিতল-তামার !

তবুও হেন, দুঃখ কেন ? কেন বিমর্ষ ?

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

 

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

এখন সময় ওপরে ওঠার, নয়কো নামার !

জীবন লড়াই, বাঁচার বড়াই, নইলে ‘ফের-শো’

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

 

ভারতবর্ষ তোমার-আমার—তোমার-আমার

শপথ জোটার, সামনে ছোটার, নয়তো থামার !

নাও ন্যায়-নীতি, শুভেচ্ছা-প্রীতি, সুপরামর্শ

ভারতবর্ষ— ভারতবর্ষ— ভারতবর্ষ—

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।