Adi Onto kobita Nabanita Devsen আদি-অন্ত – নবনীতা দেবসেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
আমি ছাড়া তোমার আর কে আছে? সে বললো, নীল আকাশ । আকাশ
ছাড়া তোমার আর কে আছে ? সে বললো, সবুজ ধান । ধান ছাড়া আর
কে আছে ? গেরুয়া নদী। নদীর পরে ? পঞ্চবটি । পঞ্চবটি ছাড়া ? সোনালি
হরিণ। হরিণের পরে ? ঝড়। ঝড় ছাড়া ? অশোক কানন। অশোক কাননের
পর তোমার আর কে আছে? কালো মাটি। কালো মাটির পরে ? তুমি
আছো ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।