Adi Onto kobita Nabanita Devsen আদি-অন্ত – নবনীতা দেবসেন
আমি ছাড়া তোমার আর কে আছে? সে বললো, নীল আকাশ । আকাশ
ছাড়া তোমার আর কে আছে ? সে বললো, সবুজ ধান । ধান ছাড়া আর
কে আছে ? গেরুয়া নদী। নদীর পরে ? পঞ্চবটি । পঞ্চবটি ছাড়া ? সোনালি
হরিণ। হরিণের পরে ? ঝড়। ঝড় ছাড়া ? অশোক কানন। অশোক কাননের
পর তোমার আর কে আছে? কালো মাটি। কালো মাটির পরে ? তুমি
আছো ।
Subscribe
0 Comments
Oldest