একা আমি ফিরব না আর এমন করে – রবীন্দ্রনাথ ঠাকুর
একা আমি ফিরব না আর
এমন করে —
নিজের মনে কোণে কোণে
মোহের ঘোরে।
তোমায় একলা বাহুর বাঁধন দিয়ে
ছোটো করে ঘিরতে গিয়ে
আপনাকে যে বাঁধি কেবল
আপন ডোরে।
যখন আমি পাব তোমায়
নিখিলমাঝে
সেইখনে হৃদয়ে পাব
হৃদয়রাজে।
এই চিত্ত আমার বৃন্ত কেবল
তারি ‘পরে বিশ্বকমল ;
তারি ‘পরে পূর্ণ প্রকাশ
দেখাও মোরে।