লোকেন বোসের জর্নাল (কবিতা) – জীবনানন্দ দাশ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সুজাতাকে ভালোবাসতাম আমি—

এখনো কি ভালোবাসি?

সেটা অবসরে ভাববার কথা,

অবসর তবু নেই;

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে;

এখন শেল্‌ফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভ্‌লভ্ ভাবে

সুজাতাকে আমি ভালোবাসি কি না।

 

পুরোনো চিঠির ফাইল কিছু আছে:

সুজাতা লিখেছে আমার কাছে,

বারো তেরো কুড়ি বছর আগের সে-সব কথা;

ফাইল নাড়া কি যে মিহি কেরানীর কাজ;

নাড়বো না আমি,

নেড়ে কার কি সে লাভ;

মনে হয় যেন অমিতা সেনের সাথে সুবলের ভাব,

সুবলেরই শুধু? অবশ্য আমি তাকে

মানে এই— এই অমিতা বলছি যাকে—

কিন্তু কথাটা থাক;

কিন্তু তবুও—

আজকে হৃদয় পথিক নয় তো আর,

নারী যদি মৃগতৃষ্ণার মতো— তবে

এখন কি ক’রে মন কারাভান হবে।

 

প্রৌঢ় হৃদয়, তুমি

সেই সব মৃগতৃষ্ণিকাতালে ঈষৎ সিমুমে

হয়তো কখনো বৈতাল মরুভূমি,

হৃদয়, হৃদয় তুমি!

 

তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে তবু চুপে

মরীচিকা জয় করেছো বিনয়ী যে ভীষণ নামরূপে—

সেখানে বালির সৎ নীরবতা ধুধু

প্রেম নয় তবু প্রেমেরই মতন শুধু।

 

অমিতা সেনকে সুবল কি ভালোবাসে?

অমিতা নিজে কি তাকে?

অবসর মতো কথা ভাবা যাবে,

ঢের অবসর চাই;

দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত হওয়া চাই;

এখুনি টেনিসে যেতে হবে তবু,

ফিরে এসে রাতে ক্লবে;

কখন সময় হবে।

 

হেমন্তে ঘাসে নীল ফুল ফোটে—

হৃদয় কেন যে কাঁপে,

‘ভালোবাসতাম’— স্মৃতি— অঙ্গার— পাপে

তর্কিত কেন রয়েছে বর্তমান।

সে-ও কি আমায়— সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিলো?

আজো ভালোবাসে না কি?

ইলেক্‌ট্রনেরা নিজ দোষগুণে বলয়িত হ’য়ে রবে;

কোনো অন্তিম ক্ষালিত আকাশে এর উত্তর হবে?

 

সুজাতা এখন ভুবনেশ্বরে;

অমিতা কি মিহিজামে?

বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে— সবই।

ঘাসের ভিতরে নীল শাদা ফুল ফোটে হেমন্তরাগে;

সময়ের এই স্থির এক দিক,

তবু স্থিরতর নয়;

প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।