Kotha Chilo Kobita Subho Dasgupta কথা ছিল – শুভ দাশগুপ্ত
কথা ছিল
গ্রামে গ্রামে পানীয় জল দেবার।
কথা ছিল।
ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার।
কথা ছিল।
বুকে বুকে শান্তি আর স্বস্তি ।
দেবার
কেউ কথা রাখেনি।
যদিও
লোভ লালসা ঈৰ্ষা আর হিংসা
পৌছে গেছে ঘরে ঘরে
বুকে বুকে।
কথা যদিও এমন ছিল না।
Subscribe
0 Comments
Oldest