Ekoda karo kobita একদা কারো – দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
Ekoda karo kobita একদা কারো - দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়

একদা কারো ছিল মুখানি মায়ায় মাখা
একদা কারো আ-বাঁধা চুলে উথাল রাকা!
দাওয়ার নিচে ছায়ায় ভিজে জঙলা মাটি
শুষতো শুয়ে আকাশ জোড়া সাঁঝবেলাটি।

বৃথাই হলো বেদনা-কালো সেই চারুতা।
আসন ঠেলে কোথায় গেলে হা গিরিসুতা!
বাদুড় ঝোলা ডুমুর ডাল আলুলকেশী,
পালিয়ে গেছে ঘরের লক্ষ্মী সোনার বেজি ।

এখন দোর অবাধে ঠেলে বাতাস ঢোকে ।
উঠোন ভরা হাটের লোকে বাটের লোকে ।
কোথায়? সব কোথায়? সব কোথায়? আজো
আছো কি কেউ কোথাও? আছো? কেউ কি আছো?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।