কুচবিহার – উৎপলকুমার বসু
বৃষ্টি শেষ হলে আমি ভোরবেলা বাগানে নেমেছি
পাঁচটায় তোমাদের ট্রেন এসে পৌছায় স্টেশনে
কাঁপানো মাটির পরে পা রেখে এখন
তোমার, মায়ের সঙ্গে, বাড়ি ফেরা দেখব আগ্রহে।
আমিও স্টেশন অব্দি যেতে পারি, কিন্তু বাগানের
বষ্টি বাকলের তলে নেমে যাওয়া ভালো ।
বনিয়ার কাছে আমি সের দুই দুধের সন্ধানে লোক
পাঠালাম এই মাত্র । আমাদের এদেশে এবার চাষবাস
ভালো হ’লো-শাকশব্জী উঠেছে। প্রচুর
কুরে নরম মাছ –হাসের নতুন ডিম রিক্ময়
দি বা আসো চার আনায় পৌছে দেবে ওরা
পাঁচটায় তোমাদের ট্রেন এসে পৌছায় স্টেশনে
কাঁপানো মাটির পরে পা রেখে এখন
তোমার, মায়ের সঙ্গে, বাড়ি ফেরা দেখব আগ্রহে।
আমিও স্টেশন অব্দি যেতে পারি, কিন্তু বাগানের
বষ্টি বাকলের তলে নেমে যাওয়া ভালো ।
বনিয়ার কাছে আমি সের দুই দুধের সন্ধানে লোক
পাঠালাম এই মাত্র । আমাদের এদেশে এবার চাষবাস
ভালো হ’লো-শাকশব্জী উঠেছে। প্রচুর
কুরে নরম মাছ –হাসের নতুন ডিম রিক্ময়
দি বা আসো চার আনায় পৌছে দেবে ওরা
Subscribe
0 Comments
Oldest