জন্মান্তর – প্রণবেন্দু দাশগুপ্ত
আমি তোমাকে নিয়ে খেলা করতে চাই না আর ।
তুমি শুধু আমার সামনে এসে দাড়াও ।
এখন পাতা ঝরছে, শীত এসে পড়ছে কাছাকাছি,
যে ট্রেন থেকে তুমি নামবে, সেই ট্রেন চলে যাচ্ছে প্রত্যেকদিন ।
একটু একটু ক’রে স’রে যাচ্ছে বসতবাটি, ক্ষেত খামার, আলো..
জানালার গরাদে আমার চেপে ধরা সন্তপ্ত মুখ
তোমার চোখে পড়ছে না ।
আমি তোমাকে নিয়ে যখন খেলা ক’রতাম ।
তখন তোমাকে ছানছে আরো অনেক প্রেমের কবিতার ভাড়াটে লেখক,
তুমি যেন সিনেমায় পোষ্টার, যেখানে কাক বিষ্ঠা রেখে যায় প্রতিদিন,
পুরো কলকাতা শহর তোমাকে হাঁ ক’রে গিলে ফেলতে চেয়েছিলো
যখন তুমি হঠাৎ চলে গেলে–
এখন আমার জন্মান্তর হয়েছে, তুমি লক্ষ্য করো,
স্তনের চুচুকে দাঁত বসানোর আগে আমি দেখবো
তোমার চোখ জলে ভরে উঠেছে কিনা
তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো আমার জননীর,
যিনি বটগাছের মতো আমার উঠোনে দাঁড়িয়ে,
পোষা খরগোশটিকে কোলে তুলে দেবো, চকোলেট রঙের দোকান থেকে
কিনে আনবো দুটি কার্নেশন
তুমি আমার সামনে এসে দাঁড়াও এখন।
তুমি শুধু আমার সামনে এসে দাঁড়াও ৷।