অমাবস্যা – মানস রায়চৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
অমাবস্যা - মানস রায়চৌধুরী

খোপা খুলে দাঁড়িয়েছো অন্ধকারে তুমি কি বাসনা?
শুনেছি তোমার কথা বহুমুখে । মনে ছিল অন্য এক ছবি
ঘোর লাল বেনারসি, জামরঙ্গা শাড়ির আঁচলা —
সব ভিন্ন মনে হলো। চোখে লাগে শুধু একাকার
বনের স্তম্ভিত শোভা, মাঝরাতে নক্ষত্র বাগান।

বুকে এসো একবার । ছুঁয়ে দেখি কেমন অচেনা
হাসো কিংবা কথা বলো, চারাপাশে জুলুক আগুন ।
‘রয়েছি রক্তের নিচে। তাইতো মাঝে মাঝে হও অমন উন্মাদ।’
এই কথা বলে তুমি মিলালে দৃশ্যের নিরাকারে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।