রাখো তোমার উদ্যত পা – শক্তি চট্টোপাধ্যায়
তুমি একটু থামো, তোমার দু পায় আমি নুপুর পরাই
তুমি থামো, এক পা তুলে রাখো আমার হাতের উপর
রেখার উপর, তালুর উপর, রাখো তোমার উদ্যত পা
ছুটন্ত এক নবীন ঘোড়া হঠাৎ যেমন থমকে দাড়ায়
তেমনভাবে চোখের উপর, চিত্রকরের মাথার উপর
আকাশ জুড়ে থমকে দাঁড়াও স্থির যেন হিম পাথর তুমি
এক এক রেখায় তোমায় ফোঁটাই, ফাটাই তোমার দাপট নখে
চোখ দুটোতে কাজল ঢেলে, করমচা ফল করবো গুঁড়ো
উড়াল দু পথ -আমার মায়ার দণ্ড ছুটবে পাহাড় চূড়োয়।
তুমি একটু থামো, দাঁড়াও, যেভাবে কাল দাঁড়িয়ে পড়ে।
যেন শকট, সামনে বাধা নদী কিংবা সমুদ্দুরের
যেন বিপুল বাঘের মাথা তাঁদরিখেকো আলোক গিলে
জবুস্থবু, তেমনি দাড়াও, রাখো তোমার প্রতিশ্রুতি —
রেখার উপর, তালুর উপর, রাখো তোমার উদ্যত পা।