Sudhu amra dujon kobita শুধু আমরা দুজন – কবিতা সিংহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

এই মাত্র এক লক্ষ মিথ্যা বলে।
আমরা দুজনে ছ-কাপ চা
আমরা দুজনে, ছ-কাপ চা ও এই মাত্র লক্ষ মিথ্যা!
এক লক্ষ মিথ্যা, ছ-কাপ চা ও আমরা দুজনে
এই মাত্র।
কি হতে পারে ? কি হবে? কি হতে পারত?
এই মাত্র?
আচ্ছা এক লক্ষ মিথ্যা আর আমরা দুজনে?
ছ-কাপ চা বাদ – এই মাত্র।
কিংবা আমরা দুজনে, ছ-কাপ চা আর
এক লক্ষ মিথ্যাবাদ — এই মাত্র!
না শুধু এক লক্ষ মিথ্যা
না শুধু ছ-কাপ চা।
এই মাত্র! এই মাত্র!
আচ্ছাশুধু আমরা দুজনে?
এক লক্ষ মিথ্যা না । ছ-কাপ চা না । এই মাত্র না।
শুধু আমরা দুজনে?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।