Aschorjo kobita Subha Dasgupta আশ্চর্য! – শুভ দাশগুপ্ত
গরীবের কিছু নেই—ভগবান আছে।
বড়লােকের সব আছে—শয়তানও আছে।
গরীবের ভাত জোটেনা, কাপড় ছেঁড়া—তবু ভগবান আছে।
কালী দুর্গা আল্লা গুরু জিসাস—
বড়লােকের দামী গাড়ি দামী বাড়ি—পাশে শয়তান আছে
রেস, জুয়া, টেনশন, ব্লাডসুগার, হাইপ্রেশার, আদালত, মামলা।
গরীবের ট্রাম-বাস
বড়লােকের টাটা-সিয়েরা
গরীবের ডালহাউসির পথ-হােটেল
বড়লােকের তাজবেঙ্গল
গরীবের কুচ্ছিৎ কালাে বৌ, হলদে দাঁত
বড়লােকের ঘরে ঘরে ঐশ্বর্য রাই ঝিলিমিলি।
গরীবরা বাসন মাজে, কাপড় কাচে, এঁটো বাসি খায়
বড়লােকেরা পলিটিক্স করে, আইন বানায়, আইন ভাঙে
রােদুর বাড়লে
গরীব মানুষের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়ে
আসমুদ্র হিমাচল ভারতবর্ষকে অন্ধকার করে তােলে
বড়লােকেরা সেই
পরিব্যাপ্ত অন্ধকারে মুখ ডুবিয়ে ।
মহার্ঘ মিউজিক সিস্টেমে শাস্ত্রীয় গান বাজায়, শােনে
আর একটু একটু করে মহার্ঘতর বিদেশী তরলে,গলা ভেজায়।
এসব কথা নতুন নয়। সবাই জানে। সবাই বােঝে
তবু
পৃথিবীর সব গরীব মানুষ।
একবার অন্তত বড়লােক হতে চায়!