Lakhilav kobita Subha Dasgupta লক্ষ্মীলাভ – শুভ দাশগুপ্ত
অন্ধকারে যারা বেশি দেখতে পায়
যাদের চোখ ঘনকালাে রাত্রে জ্বলজ্বল করে
তারা প্যাচা।
তারা মা-লক্ষ্মীর বাহন।
মা লক্ষ্মী বিষয় আশয় ধন সম্পত্তি দেন।
ধন সম্পত্তি বিষয় আশয়
তারাই পায়, তারাই করতে পারে
অন্ধকারে যারা বেশি দেখতে পায়
যাদের চোখ ঘন কালাে রাত্রে জ্বলজ্বল করে।
দেশজোড়া ঘন কালাে অন্ধকার।
হানাহানি, লুঠতরাজ, ছাঁটাই, লে অ, ধর্ষণ
ঘন কালাে নিবিড় অন্ধকার।
তবু এই অন্ধকারেও
কিছু মানুষ।
বিষয় আশয় ধন সম্পত্তি বাড়িয়েই চলেছে।
তারাই
যাদের চোখ ঘন কালাে রাত্রে জ্বলজ্বল করে
অন্ধকারে যারা বেশি দেখতে পায়।
Subscribe
0 Comments
Oldest