Katakuti kobita Bhaskar Chakrabarty কাটাকুটি – ভাস্কর চক্রবর্তী
কালাে কালির ওপর
লাল কালির মর্মান্তিক কাটাকুটি।
ব্যাপারটা কিছুই নয়।
ব্যাপারটা সত্যি তেমন কিছুই নয়।
যদি-না মনে পড়ে
কালাে একটা ছেলে
রক্তাক্ত
ধানক্ষেতে শেষঘুমে ঘুমিয়ে আছে।
লাল কালির মর্মান্তিক কাটাকুটি।
ব্যাপারটা কিছুই নয়।
ব্যাপারটা সত্যি তেমন কিছুই নয়।
যদি-না মনে পড়ে
কালাে একটা ছেলে
রক্তাক্ত
ধানক্ষেতে শেষঘুমে ঘুমিয়ে আছে।
Subscribe
0 Comments
Oldest