Pochis bochor pore kobita পঁচিশ বছর পরে – দীপংকর দাশগুপ্ত
ফোটাতাে কৃষ্ণচূড়া তােমার তর্জনী
ঝরাতাে কৃষ্ণচূড়া তােমার তর্জনী
এখন তােমার ছায়া পড়ে না বনে
এখন তােমার মুখ পড়ে না
মনে চকিতে মিলায় লাল শাড়ি
দিগন্তে সূর্যাস্ত হচ্ছে দেখতে পাচ্ছি
দাউ দাউ জ্বলছে ঘরবাড়ি ।।
ঝরাতাে কৃষ্ণচূড়া তােমার তর্জনী
এখন তােমার ছায়া পড়ে না বনে
এখন তােমার মুখ পড়ে না
মনে চকিতে মিলায় লাল শাড়ি
দিগন্তে সূর্যাস্ত হচ্ছে দেখতে পাচ্ছি
দাউ দাউ জ্বলছে ঘরবাড়ি ।।
Subscribe
0 Comments
Oldest