সানন্দা পৃথিবী, তার নামে – জয় গোস্বামী
আমার দুহাতে পাপী, পাপ রাখো,
হে অবৈধ সম্পর্ক তোমার
দিনরাত্রি ব্যাপী অগ্নি আমার দুহাতে
রেখে যাও… ও কুঁদুলে মোড়ল মশাই
তোমার যা নিন্দামন্দ আমার দুহাতে রাখো
ও গো অনিদ্রিত ময়ে, যে ছেলের কারণে তোমার
না-ঘুম সমস্ত রাত, তার সঙ্গে কথা কাটাকাটি
রাখো এই দুহাতে… প্রণাম হই পরুতঠাকুর, ঝোলা কই
কলাটা মুলোটা রাখো, ভিক্ষুক ভিক্ষের চাল থেকে
দাও একমুষ্টি ভিক্ষা, মিলমিশ না হওয়া দম্পতি
তোমাদের লাগাতার ঝগড়াঝাঁটি থেকে
দু-একটি কলহ দাও, শতদল স্কুলের মেয়েরা
দাও ইউনিফর্ম থেকে রং আর ছেলেদের দেখে মুখচাপা
সদ্য শেখা হাসি দাও, আমার মেয়ের
বড়ো হতে বেশি দেরি নেই, তার ভবিষ্যৎ প্রেমিককে
যদি খুঁজে পাই
ওদের একসঙ্গে নিয়ে সানন্দা পৃথিবী, তার নামে
সব অশান্তির বাইরে একটি প্রেমের কাব্য উনুনে চড়াই।
হে অবৈধ সম্পর্ক তোমার
দিনরাত্রি ব্যাপী অগ্নি আমার দুহাতে
রেখে যাও… ও কুঁদুলে মোড়ল মশাই
তোমার যা নিন্দামন্দ আমার দুহাতে রাখো
ও গো অনিদ্রিত ময়ে, যে ছেলের কারণে তোমার
না-ঘুম সমস্ত রাত, তার সঙ্গে কথা কাটাকাটি
রাখো এই দুহাতে… প্রণাম হই পরুতঠাকুর, ঝোলা কই
কলাটা মুলোটা রাখো, ভিক্ষুক ভিক্ষের চাল থেকে
দাও একমুষ্টি ভিক্ষা, মিলমিশ না হওয়া দম্পতি
তোমাদের লাগাতার ঝগড়াঝাঁটি থেকে
দু-একটি কলহ দাও, শতদল স্কুলের মেয়েরা
দাও ইউনিফর্ম থেকে রং আর ছেলেদের দেখে মুখচাপা
সদ্য শেখা হাসি দাও, আমার মেয়ের
বড়ো হতে বেশি দেরি নেই, তার ভবিষ্যৎ প্রেমিককে
যদি খুঁজে পাই
ওদের একসঙ্গে নিয়ে সানন্দা পৃথিবী, তার নামে
সব অশান্তির বাইরে একটি প্রেমের কাব্য উনুনে চড়াই।
Subscribe
0 Comments
Oldest