Sujoneshu kobita Mandacranta Sen সুজনেষু – মন্দাক্রান্তা সেন
আমাকে বলাে ছেলে কোথায় খুঁজে পেলে তাকে
তােমার এলােমেলাে জীবনে কবে এল প্রেম!
তােমার এলােমেলাে জীবনে কবে এল প্রেম!
কেমন সেই মেয়ে তােমার পথ চেয়ে যার
প্রহর কেটে যায় নত অপেক্ষায় ভিজে?
আমাকে বলাে ছেলে কেমন সে বিকেলে তার
চোখের তরণীতে নােঙর তুলে নিতে জল
তােমাকে ডেকেছিল, জোয়ার এসেছিল ঝেঁপে?
কেমন সে ভাসান কেমন খরশান স্রোত –
কেমন সে ভাসান কেমন খরশান স্রোত –
দেখেছ জলে নেমে, জলের মতাে প্রেমে ভেসে?
এ জলে তরী বাওয়া ভাসা ও ভেসে যাওয়া ভালাে
নৌকাডুবি ভালাে এবং খুবই ভালাে ডুবে
মরণ ছুঁয়ে দেখা, যা তুমি একা একা নিজে
কখনাে পারতে না, অথচ এও কে না জানে
মরণ স্বর্গীয় মরণ বড়াে প্রিয় সুখ…
Subscribe
0 Comments
Oldest