সিঁড়িতে রােদের দাগ – মন্দাক্রান্তা সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
 সিড়িতে রােদের দাগ, সেই দাগে লুকোনাে পা ফেলে
 শহরের প্রান্ত থেকে ফসলের গন্ধ নিয়ে এলে
 দ্বিতলে, কোণের ঘরে, দেওয়ালের পলেস্তারা খসা
ধুলাে ও জীবাণু নিয়ে অসুখের সঙ্গে ওঠাবসা
 এখানে নিয়ত; তুমি এ ঠিকানা কোথা থেকে পেলে!
এসেছ আমার ঘরে সিড়িতে রােদের দাগ ফেলে।
 কে তুমি, দু-চোখে কোন ঋতু?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।