Ari Noy Chotoder Abrittir Kobita Lyrics আড়ি নয় – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আড়ি দিয়ে দূরে গিয়ে
থাকা যায় নাকি?
তাই ফের কাছে এসে
হাতে হাত রাখি।
যে দিয়েছে আড়ি, তার
মনে নেই সুখ,
চোখে তার চাপ রাগ,
হাঁড়িপানা মুখ।।
আড়ি দিলে আকাশটা
মেঘে ঢেকে যায়,
আর তাতে বিদ্যুৎ
খুব চমকায়।
তাই বলি, আড়ি তুলে
ভাব করে নাও,
কাছে এসে হাতে ফের
হাতটি মিলাও।
Subscribe
0 Comments
Oldest