আগুনের পৃথিবীতে অগ্নিহীনতাকে – বিনয় মজুমদার
চিন্তাক্ষমদের মনে চিন্তাগুলি আবির্ভূত হয়
শব্দ বা বাক্যাংশ কিম্বা বাক্যের আকারে, প্রিয়তমা।
চিন্তার মাধ্যম নয়, ভাষা হলাে চিন্তাই স্বয়ং।
সব শব্দ, শব্দাবলী চিন্তাংশের মতাে মনে হয়,
অর্থাৎ চিন্তারও ফুট অবয়ব আছে, কান্তি আছে।
অবয়ব মুক্ত হলে সরল শূণ্যতা পড়ে থাকে
নিশ্চিন্ত পড়ে থাকে—অবয়ব অস্বীকার করে,
ঈশ্বরী, যেমন পাই আগুনের পৃথিবীতে অগ্নিহীনতাকে।
Subscribe
0 Comments
Oldest