যখন, কেবলমাত্র তুমি – মন্দাক্রান্তা সেন
আমি কারও চোখ দেখলে বলে দিতে পারি
তার সঙ্গে প্রেম হবে কি না
আমার কখনও
রাস্তাঘাটে ট্রামেবাসে বন্ধুর বাড়িতে
মাঝেমধ্যে চোখ গিঁথে যায়
অরক্ষিত মুখে
আমি জানি তাদের মধ্যেই কোনােজন
আমাকে ভাসান দিয়ে যাবে
লােনা সর্বনাশে
অনিবার্য দুপুরের মাটি ভেদ করে
উঠে আসবে ঘামে ভেজা পিঠ,
কোনাে একদিন
এসব এখনই আমি বলে দিতে পারি
যখন, কেবলমাত্র তুমি
সিঁড়িতে দাঁড়িয়ে…
Subscribe
0 Comments
Oldest