Rupkotha kobita Mandacranta Sen রূপকথা – মন্দাক্রান্তা সেন
আদিগন্ত রাজ্যপাট তােমাকে দেখেছি ছেড়ে যেতে যখন কোপাচ্ছ মাটি এক চিলতে বেড়াঘেরা খেতে
তােমাকে দেখেছি আমি দূর থেকে, বাঁধের ওপরে
দাঁড়িয়েছি কতদিন, নদীর রঙের শাড়ি পরে।
আমি জানি তুমি সেই রাজকুমার, আড়াল-বিলাসী কোথায় তােমার বীজ, কী শস্য বুনেছ খেতে, চাষি?
জলের খোঁজে কি তুমি তাকালে এদিকে মুখ তুলে
নদীকে কাঁপাল ঢেউ, নদীও তাে গিয়েছিল ভুলে।
কবে সে এসেছে ফেলে প্রাসাদে সােনার জল-ঝারি । তুমি কি চিনেছ ঠিক? আমি সেই রাজার কুমারী…
Subscribe
0 Comments
Oldest