Megh Balikar Porichoy kobita মেঘবালিকার পরিচয় – জয় গোস্বামী
কে তাের পিতা ? রৌদ্রকিরণ
মাতা আমার সমুদ্র হন
বল দেখি তাের প্রেমিকটি কে ?
তাকিয়ে দেখাে নিজের দিকে।
এই এতকাল ছিলি কোথায় ?
ঝার্নায় আর খরস্রোতায়।
জলের থেকে শরীর ধরি
সব উঠোনে ঝাঁপিয়ে পড়ি
আজ এসেছি তােদের বাড়ি
কোথায় আমার পুজোর শাড়ি ?
Subscribe
0 Comments
Oldest