Ebar srabone kobita lyrics এবার শ্রাবণে – মন্দাক্রান্তা সেন
এবার শ্রাবণে তুমি পাহাড়ে গেছিলে
পাহাড়ের বৃষ্টি বুঝি আলাদারকম?
মেঘেদের ভুলে-যাওয়া অসুখ কি কম,
কথা দিয়ে কথা রাখে, টাইগার হিলে?
শহরেও বর্ষা ছিল; সে তাে যথারীতি
ঘুরেছিল একা একা, সারাপায়ে কাদা
পুরােনাে অভ্যাস তার মিছিমিছি কাঁদা
আকাশে গভীর মন-খারাপের তিথি
তুমি কি পাহাড়ে উঠে বৃষ্টিভেজা চুলে
এলােমেলাে হতে খুব? যুবতী মেঘেরা
তােমাকে শরীর দিত স্বেদবাষ্পে ঘেরা,
ঝরে যেত, তুমি শুধু একটুখানি ছুঁলে?
এ শহরে কোনাে মেঘ অলিতে গলিতে
খুঁজেছিল চেনামুখ নিঠুর ছেলের
সে তাে কথা দিয়েছিল?… শেষ বিকেলের
বৃষ্টি একা ফিরে গেল শহরতলিতে।
আরও দেখুনঃ একটি বৃষ্টির সন্ধ্যা – জয় গোস্বামী
Subscribe
0 Comments
Oldest