Ekti asomo porokia kobita একটি অসম পরকীয়া – মন্দাক্রান্তা সেন
কথা বলো মা-বাবার সাথে
আমার আপত্তি নেই তাতে
আমাদের কথা পরে হবে।
সবকিছু দারুণ সংযমী
গোপনে যে দুঃসাহসী তুমি
একথা জেনেছি যেন কবে ?
মা তোমাকে পছন্দই করে
বাবাও ভাইয়ের মতো ধরে
কিন্তু তুমি বন্ধু তো আমারি
কাকিমা এল না কেন, সোনা ?
ওকে যেন কখনও বোলো না
আমি ভাল চুমু খেতে পারি!
সদর দরজা খুলে দিতে
একসঙ্গে নামবো সিঁড়িতে
সে মুহুর্তে আমরা পাগল,
ঝোড়ো শ্বাস সিঁড়ির আড়ালে
অতর্কিতে বিছে কামড়ালে
রক্তময় জ্বাল অনর্গল
ধরে যাবে ; ধরবে ধরুক
তোমার বুকের মধ্যে মুখ
ধরে যায় কেমন সহজে –
কাকিমা, মিতালি, ভাল আছে ?
ওরা কি তোমার কাছে কাছে
আসে, দ্যাখে, কোনও দাগ খোঁজে ?
কাল যাব তোমার অফিসে
ঠিক ঠিক চারটে পঁচিশে
তারপর ভুল দিগ্বিদিক …
শহিদমিনারে উঠে গিয়ে
বলে দেব আকাশ ফাটিয়ে
ইন্দ্রকাকু আমার প্রেমিক।