Lenin kobita Birendra Chattopadhyay লেনিন – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
 যে-দেশে শিশু জন্ম নিলে
 জননীর মুখের হাসি মানিক হয়ে ঝরে
 যে-দেশে শিশু জন্ম নিলে
 পড়শীদের প্রতি ঘরে শাঁখ বাজে, এয়ােতিরা উলু দেয়
 সে-দেশের একটি মানুষ অনেকদিন কবরের নিচে শুয়ে আছেন
 কিন্তু তিনি কখনাে ঘুমােন না, পাহারা দেন
 যেন কোনো জননীর মুখের হাসি চোখের জল না হয়।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।