Esechile tobu aso nai kobita এসেছিলে, তবু আসো নাই – জয় গোস্বামী
যেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায়
ঢালুদিকে
সেইভাবে, আমার জীবন
আজ অধোগামী।
সালোয়ার একটু উঁচু ক’রে
তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে –
এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে
আঘাত না লাগে!
পড়ন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটিকে।
ঢালুদিকে
সেইভাবে, আমার জীবন
আজ অধোগামী।
সালোয়ার একটু উঁচু ক’রে
তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে –
এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে
আঘাত না লাগে!
পড়ন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটিকে।
এই কবিতার মানে টা জানতে চাই