Mathur kobita Nabanita Devsen মাথুর – নবনীতা দেবসেন
[ বকুলের বুকের ওপর
বারবার হাওয়া বয়, তবু
বসন্তের আকাশ পাথর।]
বসন্তে কে আর ফিরে আসে
নিসর্গের বৃন্দাদূতী ছাড়া
সব নদী মিলায় আকাশে।
বরং পাখিরা উড়ে গেলে
হুলুরব করুক বধূরা
রাধা-অঙ্গ তমালের ডালে –
অভিষেক-উত্তপ্ত মথুরা।
Subscribe
0 Comments
Oldest