Sei byarthotay ami kobita সেই ব্যর্থতাই আমি – শঙ্খ ঘোষ
সমস্ত উৎসবসেষে অর্থহীনতার স্থির জল
পড়ে থাকে মধ্যরাতে কালপূরুষের দিকে চেয়ে
একটিদুটি পাপড়ি শুধু ক্ষতে জেগে থাকে অবিচল
সেই স্তব্ধতাই আমি উপহার দিতে চাই তাকে।
অভিনয়-মাখা ওই মুখগুলি এত অসহায়
ঘুৃমিয়ে পড়েছে আর কেউ কারো কথা শুনছে না-
শূন্য দিয়ে গুণ করো, সব পূর্ণ শূন্য হয়ে যায়
সেই শূন্যতাই আমি উপহার দিতে চাই তাকে।
নিজেকে না নিয়ে যদি নিজের ভিতরে জেগে থাকি
জানালার ধারে এসে নিমডাল কিছুই না বলে
অন্ধকারে দুই চোখ দিগন্ত অবদি মাখামাখি
সেই অন্ধতাই আমি উপহার দিতে চাই তাকে।
স্বজন মানুষ যত ফিরে যায় বহু অবিশ্বাসে
হিসেব হিসেব শুধু হিসেবের দমচাপা ঘর-
হাতে পেয়ে ফেলে দেওয়া মেলে-দেওয়া প্রান্তরের পাশে
সেই ব্যর্থতাই আমি উপহার দিতে চাই তাকে।
পড়ে থাকে মধ্যরাতে কালপূরুষের দিকে চেয়ে
একটিদুটি পাপড়ি শুধু ক্ষতে জেগে থাকে অবিচল
সেই স্তব্ধতাই আমি উপহার দিতে চাই তাকে।
অভিনয়-মাখা ওই মুখগুলি এত অসহায়
ঘুৃমিয়ে পড়েছে আর কেউ কারো কথা শুনছে না-
শূন্য দিয়ে গুণ করো, সব পূর্ণ শূন্য হয়ে যায়
সেই শূন্যতাই আমি উপহার দিতে চাই তাকে।
নিজেকে না নিয়ে যদি নিজের ভিতরে জেগে থাকি
জানালার ধারে এসে নিমডাল কিছুই না বলে
অন্ধকারে দুই চোখ দিগন্ত অবদি মাখামাখি
সেই অন্ধতাই আমি উপহার দিতে চাই তাকে।
স্বজন মানুষ যত ফিরে যায় বহু অবিশ্বাসে
হিসেব হিসেব শুধু হিসেবের দমচাপা ঘর-
হাতে পেয়ে ফেলে দেওয়া মেলে-দেওয়া প্রান্তরের পাশে
সেই ব্যর্থতাই আমি উপহার দিতে চাই তাকে।
Subscribe
0 Comments
Oldest