Ekok puran kobita Nabanita Devsen একক পুরাণ – নবনীতা দেবসেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

একক পুরাণ - নবনীতা দেবসেন

 

দু’হাত বাড়িয়ে বললুমঃ

-“কে আছো? কোলে নাও।”
তুমি কোলে নিলে।

কিন্তু আমি ক্রমশ বামনের অনাদ্যন্ত ত্রিপাদ
আমি উত্তরােত্তর পবনপুত্রের অমােঘ অনড় পুচ্ছ
আমি/ তােমার কোল ছাড়িয়ে…

বুক মাড়িয়ে…পাঁজর গুড়িয়ে…
দুর্বার ছড়িয়ে পড়লুম
বিশ্বব্রহ্মাণ্ডে রেণু রেণু হয়ে মিলিয়ে গেলে
তুমি
আমার প্রথম ও একমাত্র
আশ্রয়।

এখন সব দরােজা, সব কোল
আমার পক্ষে
খুব ছোটো হয়ে গিয়েছে
এখন
কক্ষচ্যুত অনিকেত আমি
মহাশূন্যে অগ্নিক্ষর
মােকাবিলা করছি ঘূর্ণমান গ্রহনক্ষত্রের সঙ্গে

একা…

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।