Beleghatar goli kobita বেলেঘাটার গলি – শঙ্খ ঘোষ
যা দেখি সব চমকপ্রদ, মুন্ডু আছে মাথায়
চৌরাস্তায় চিৎ হয়েছি ছেঁড়া জরির কাঁথায়
চক্ষুও নেই কর্ণও নেই হাত নেই নেই পা-ও
একটাদুটো পয়সা পেলে কুড়িয়ে কুড়িয়ে খাও
পিঠের নিচে ইটের খোঁচা বুকের ওপর ফলা
আকাশ তবু পালিশ তবু নদী রজস্বলা
হুকুম দিলে খুলতে পারি বুকের কটা পাঁজর
বলতে পারি, বাজো বাঁশি, আপন মনে বাজো –
আর তাছাড়া সবটা কথা কেমন করে বলি
বাইরে লেনিন ভিতরে শিব বেলেঘাটার গলি!
Subscribe
0 Comments
Oldest